ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রবাসীদের আর্থসামাজিক উন্নয়নে বিমা বাধ্যতামূলক করা হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
প্রবাসীদের আর্থসামাজিক উন্নয়নে বিমা বাধ্যতামূলক করা হয়েছে

ঢাকা: সরকার প্রবাসী কর্মীদের আর্থসামাজিকভাবে লাভবান করার জন্য সরকার বাধ্যতামূলক বিমা চালু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

রোববার (১২ মার্চ) প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ অডিটরিয়ামে জীবন বীমা কর্পোরেশনের সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পাঁচ বছর মেয়াদি প্রবাসী কর্মী বিমা চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বিমা বেনিফিট ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা এবং মেয়াদ ২ বছর থেকে ৫ বছরে উন্নীত করা হয়েছে। দিনে দিনে এই বিমার সুবিধা বাড়ানো হবে। বাধ্যতামূলক এই বিমার পাশাপাশি প্রবাসী কর্মীদের কল্যাণে আরও সুবিধাযুক্ত অন্যান্য বিমা চালুর উদ্যোগ নেওয়া হবে। বিমার সুবিধা যেন প্রবাসী কর্মীরা কাজে লাগাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে বেনজির আহমেদ এমপি বলেন, বিমার আওতায় আসলে প্রবাসী কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তা তৈরি হচ্ছে। যেসব কর্মী বর্তমানে বিদেশে অবস্থান করছেন তারা সবাই যদি এই বিমার আওতায় আসতে পারেন তাহলে আরও ভালো হবে।
 
সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রবাসী কর্মীরা যাতে ঝুঁকিমুক্তভাবে বিদেশে কাজ করতে পারেন তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। একই সঙ্গে তাদের ঝুঁকির কথা বিবেচনা করেই প্রবাসী বিমা চালু করা হয়েছে।

তিনি বলেন, প্রবাসী কর্মীদের জন্য বিমা চালুর উদ্যোগটি সারাবিশ্বে প্রসংশিত হয়েছে। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে কীভাবে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা যায় সে বিষয়ে কাজ করার জন্য তিনি বায়রাসহ সব অংশীজনের প্রতি আহ্বান জানান।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম ও জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১২,২০২৩
জিসিজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।