ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জ আদালতে মামলা নিষ্পত্তির রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
হবিগঞ্জ আদালতে মামলা নিষ্পত্তির রেকর্ড

হবিগঞ্জ: হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক বছরে ১৭ হাজার ২৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এটি গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ।

সোমবার (১৩ মার্চ) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ তথ্য জানান।

তার দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২২ সালে সব ম্যাজিস্ট্রেট আদালতে ১২ হাজার ৮৭৬টি মামলা নতুন যুক্ত হয়। এতে মোট মামলার সংখ্যা দাঁড়ায় ২৮ হাজার ৯৮৭টি। এর মধ্যে ১৭ হাজার ২৩টি মামলা নিষ্পত্তি হয় এবং বর্তমানে ১১ হাজার ৯৬৪টি মামলা বিচারাধীন।

এক বছরে মামলা নিষ্পত্তির হার ১৩২.২১ শতাংশ। এছাড়া ২০২২ সালে ১৮ হাজার ২৮২ জনের সাক্ষী গ্রহণ করা হয়।

তিনি আরও জানান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর-রশীদ ২০২১ সালের জুনে হবিগঞ্জে যোগ দেওয়ার পর ৬ হাজার মামলার জট কমেছে।

এছাড়া আদালতে সাক্ষী উপস্থাপন, প্রসেস নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, প্রতিবেদন দাখিলসহ অন্যান্য বিষয়ে শতকরা হিসাবে সেরা পারপরম্যান্সের জন্য জেলার শায়েস্তাগঞ্জ থানাকে নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।