ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১০

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়ীয়ায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিনের গাড়ি বহরে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বহরে থাকা দুটি মাইক্রোবাস সহ তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

 

সোমবার (১৩ মার্চ) দিনগত রাতে নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার পথে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন আহমেদ জানান, বেদ বাড়িয়ায় নির্বাচনী প্রচারণা শেষে ঘোড়াদাহ এলাকায় যাওয়ার সময় আকস্মিকভাবে নৌকা প্রতীকের সমর্থক নেতাকর্মীরা হামলা চালায়।

তিনি আরও জানান, কোতয়ালী থানা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ সেলিমুজ্জামান এ হামলার নেতৃত্ব দেন। এসময় তাকে লাঠি দিয়ে পেটানো হয়, তিনি দৌঁড়ে সরে আসলে তার নেতাকর্মীদের পিটিয়ে আহত করে এবং ২টি মাইক্রোবাস ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।  

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নসহ ১১টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।