ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে মডেল মসজিদে বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
নোয়াখালীতে মডেল মসজিদে বিস্ফোরণ

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সদ্য উদ্বোধনকৃত মডেল মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটেছে। এতে মসজিদের দরজা জানালা ভেঙে চুরমার হয়ে গেছে।

ফেটে গেছে দেয়াল। এ ঘটনায় কোনো মুসল্লির হতাহতের খবর পাওয়া যায়নি।  

বিস্ফোরণের কারণ এখনবধি জানা যায়নি। তকে ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে।  

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৬ মার্চ) মসজিদটি উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২১ মার্চ) রাতে মসজিদের দ্বিতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের ভেতরে আগুন ধরে যায়, আংশিক দেয়াল ফেটে যায় এবং জানালার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে এদিক সেদিক পড়ে থাকে।

খবর পেয়ে পরদিনই বুধবার (২২ মার্চ) সকালে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনস্থাল পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে নির্মাণ ত্রুটি নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

প্রসঙ্গত, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান হক অ্যান্ড ব্রাদার্স মডেল মসজিদটি নির্মাণ করেছে।  

তবে এর আগে মসজিদটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছিল। গত বছর স্থানীয়রা ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছিলো।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
কেইউএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।