ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাংশায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
পাংশায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে আব্দুর রাজ্জাক মুন্সী (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে নয়টার সময় কুড়াপাড়া রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক পাংশা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের কুড়াপাড়ার বাসিন্দা ও একই ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল আলিমের বড় ভাই। তিনি ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।  

প্রত্যক্ষদর্শী স্থানীয় আরিফুল ইসলাম জানান, ট্রেন আসতে দেখে আমি মোটরসাইকেল নিয়ে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে পড়ি। ট্রেনটি ক্রসিং পার হওয়ার সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দ শুনতে পেয়ে গাড়ি থেকে নেমে দেখতে পাই- একটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে, আর ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়েছে। পাংশা বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ও পরিবারের সদস্যদের সহায়তায় মরদেহটি বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার তথ্য পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।