ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঘেরে ভাসছিল এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
ঘেরে ভাসছিল এক ব্যক্তির মরদেহ মেরদেহটি

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘের থেকে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) সকালে উপজেলার রমজাননগরের মো. মজিদ গাজীর ঘের থকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিল্লাল একই এলাকার সাত্তার গাজীর ছেলে। তিনি পেশায় মৎস্যজীবী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, মজিদ গাজীর ঘেরে মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ঘেরের কর্মচারীরা প্রথমে মরদেহটি দেখে সবাইকে জানালে পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে শ্যামনগর থানা থেকে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন বলেন, মরদেহের মাথায় একটি গামছা পেঁচানো ছিল। ঘটনাস্থলের পাশ থেকে নিহতের পরনের কাপড়, জাল ও কিছু মাছ উদ্ধার করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, এটি হত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে। মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।