ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রান্না করার সময় গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
রান্না করার সময় গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহ: নিজ বাড়ির উঠানে বসে রান্না করছিলেন গৃহবধূ চায়না আক্তার (৩০)। এ সময় হঠাৎ একটি খেজুর গাছ উপড়ে তার ওপর পড়ে।

এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শনিবার (২৫ মার্চ) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গুবদিয়া মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চায়না আক্তার ওই এলাকার নুরু মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মাঝে আহাজারি সৃষ্টি হয়েছে।  

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত চায়না আক্তার নিজ ঘরের সামনে উঠানে বসে রান্না করছিলেন। হঠাৎ খেজুর গাছ তার উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি দুর্ঘটনা। এতে কারো কিছু করার নেই।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এমইউএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।