ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভুট্টা মাড়াইকলের নিচে পড়ে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
ভুট্টা মাড়াইকলের নিচে পড়ে চালকের মৃত্যু

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়নে ভুট্টা মাড়াই করা মেশিনের নিচে চাপা পড়ে নূরনবী (৪৫) নামে মাড়াইকল চালকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২৫ মার্চ) দুপুর ২টা দিকে উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ বগারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূরনবী বগারচর এলাকার ময়ফুল হাজীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (২৫ মার্চ) দুপুরে নিহতের বাড়ির সামনে ভুট্টা মাড়াই করার জন্য মড়াইকল নিয়ে যাওয়ার পথে মেশিনের নিচে চাপা পড়েন চালক নূরনবী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।