ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
পল্লবীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার দুই

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. শাহরিয়ার মাহমুদ রনি ও কাজী মো. মহিউদ্দিন ডালিম।

অভিযানকালে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

এর আগে রোববার (২৬ মার্চ) দিনগত রাতে পল্লবীর বাউনিয়াবাদ কালসী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

ফারুক হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে বাউনিয়াবাদ কালসী মহাসড়কের পাশে একটি দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা অস্ত্র-গুলি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

তাদের নামে পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।