ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ডিবি পরিচয়ে প্রতারণা, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
ডিবি পরিচয়ে প্রতারণা, আটক ৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ধারী প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব- ১০। তারা হলেন- মো. তরিকুল ইসলাম (৪৮), মো. মতিউল ইসলাম (৪০) ও হাবিবুল্লাহ (৩৮)।

অভিযানে তাদের কাছ থেকে ২টি খেলনা পিস্তল, ২টি ভুয়া ডিবি পুলিশের জ্যাকেট, ২টি ওয়াকিটকি সেট, ২ জোড়া হ্যান্ডক্যাপ, ১টি চোরাই মোটরসাইকেল, ১টি ক্যামেরা, ১টি ভুয়া পুলিশ আইডি কার্ড, ৫টি ভুয়া সাংবাদিক আইডি কার্ড, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে অর্থ-বিত্তশালী বিভিন্ন ব্যক্তিদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় অভিযান চালিয়ে ডিবি পরিচয়ধারী ৩ প্রতারকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা প্রথমে ঢাকা শহরে নিজেদের সুবিধাজনক এলাকায় ফ্লাট বাসা ভাড়া করে। পরে তাদের দলের মেয়ে সদস্যরা রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় ধনাঢ্য বিভিন্ন ব্যক্তিকে অনৈতিক কাজের লোভ দেখিয়ে তাদের পরিকল্পিত স্থানে নিয়ে যায়। এরপর চক্রের নারী সদস্যরা কৌশলে দলনেতা তরিকুল ইসলামকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে তরিকুল ইসলাম ও তার সহযোগীরা ডিবি পুলিশের জ্যাকেট পরে খেলনা পিস্তল, ওয়াকিটকি সেট, হ্যান্ড ক্যাপ ও ক্যামেরাসহ সেখানে গিয়ে কৌশলে মেয়ে সদস্যদের সঙ্গে ভুক্তভোগীদের আপত্তিকর ভিডিও ধারণ করে। তারপর তারা সেই ভিডিও দেখিয়ে গ্রেফতার, মামলাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীদের কাছে মোটা অংকের টাকা দাবি করত।

আটক মো. তরিকুল ইসলাম এই প্রতারক চক্রর নেতা। তার পরিকল্পনা মতে দলের নারী সদস্যরা বিত্তশালীদের অনৈতিক কাজের লোভ দেখিয়ে তাদের পরিকল্পিত স্থানে নিয়ে যেত।

আটক হাবিবুল্লাহ তরিকুলের সহযোগী। তিনি বিভিন্ন এলাকা থেকে এসব অনৈতিক কাজ করার জন্য তরুণীদের সংগ্রহ করতেন। দলনেতার আদেশে তিনি নারী সদস্যদের মাধ্যমে নিয়ে আসা অর্থ-বিত্তশালী বিভিন্ন ব্যক্তিদের গোপনে ক্যামেরা দিয়ে মেয়েদের সাথে ভুক্তভোগীর আপত্তিকর ভিডিও ধরণ করত। পরে তরিকুলের সহযোগী হয়ে ভুক্তভোগীদের বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। এছাড়া তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

এই র‌্যাব কর্মকর্তা জানায়, আটক মো. মতিউল ইসলাম তরিকুলের সহযোগী। তিনি ওই স্থানে সাংবাদিক পরিচয়ে হাজির হতেন। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন বলে জানা যায়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।