ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মিঠাপুকুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
মিঠাপুকুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুর: রংপুরের মিঠাপুকুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আসলাম হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টার সময় উপজেলার শঠিবাড়ী আশা এলপি-গ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আসলাম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা উত্তর পাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।  

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ জানান, নিহত ব্যক্তি সিরাজগঞ্জ থেকে তার কর্মস্থল রংপুরে ফিরছিলেন। এ সময় একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে গাড়িটি সনাক্ত করা সম্ভব হয়নি।

স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহত আসলামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।