ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ২

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় ৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আটকরা হলেন- লালমনিরহাট জেলার কুলাঘাট গ্রামের মকবুল হোসেনের ছেলে রুবেল হোসেন (২০) ও একই গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোর।

জানা গেছে, মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কুরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী রুবেল ও ওই কিশোরের কাছে থাকা দুইটি বস্তায় ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। তারা দুইজন লালমনিরহাট জেলা থেকে গাঁজা নিয়ে বগুড়ার শাজাহানপুরে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন।

সোনাতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।