ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, এপ্রিল ৩, ২০২৩
সৈয়দপুরে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালন করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। তার সঙ্গে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন সরকার।
 
জানা যায়, অভিযানে শহরের কাজীপাড়ার আমান ফুড প্রডাক্টসে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনপত্র নবায়ন না থাকায় ও কাপড়ে দেওয়া ক্ষতিকর রং উৎপাদিত খাদ্যেপণ্যে ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পশ্চিম পাটোয়ারিপাড়ার টপ লাচ্ছা ও সেমাই উৎপাদন কারখানায় বিএসটিআইসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের অনুমোদন না থাকায় ১৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিতে উৎপাদিত খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়।  

ভোক্তা অধিকারের সংরক্ষন অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।