ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
নওগাঁয় ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ

নওগাঁ: জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অজ্ঞাত (২৫) বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত জানান, দুপুরে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন কৃষক। এরপর থানায় খবর দিলে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধারের সময় তার পাশে থাকা বৈদ্যুতিক মিটার ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মরদেহটির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে সঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।