ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
মাদারীপুরে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

মাদারীপুর: মাদারীপুরে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় জব্দ করা হয়েছে একটি কাভার্ডভ্যান।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে ভোরে জেলা সদর উপজেলার খোয়াজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রামদিয়া এলাকার জামাল শেখের ছেলে মিরাজ শেখ (৩৪) ও একই এলাকার আবু বক্কর সিদ্দিক শেখের ছেলে আল আমিন শেখ (২০)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল শনিবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার খোয়াজপুর এলাকায় অভিযান চালায়। এসময় ‘মদিনা বাংলা খাবার হোটেল’র সামনে থেকে তাদের আটক করা হয়। এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করে র‌্যাব। তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা, মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়।  

আটকরা পেশাদার মাদককারবারি এবং তারা দীর্ঘদিন ধরে মাদারীপুর ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচা করে আসছে। এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।