ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা প্রতীকী ছবি

ঢাকা: যাত্রাবাড়ীতে ভবন থেকে লাফিয়ে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তার বয়স আনুমানিক (৩০) বছর।

পুলিশ তার নাম ঠিকানা জানার চেষ্টা করছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরের দিকে সামাদ নগর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি নির্মাণাধীন ভবন থেকে লাফিয়ে পড়ে ওই যুবক আত্মহত্যা করেছেন। তার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ঘটনা স্থল থেকে একটি সূত্র জানান, সামাদ নগরের একটি নির্মাণাধীন ভবন থেকে পরে গিয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে। ওই ভবনের ছয় তলায় একজোড়া জুতা পাওয়া গেছে। পুলিশের ধারণা জুতাগুলো নিচে পড়ে থাকা মৃত ওই যুবকের। বেলা সাড়ে ১২টার দিকে আশপাশের কিছু লোক ওই যুবককে ভবনে উঠতে দেখেছে। তাদের ধারণা ছিল, হয়তো নির্মাণ শ্রমিক হবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।