ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চাইবেন মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চাইবেন মোমেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে বঙ্গবন্ধুর খুনিকে (রাশেদ চৌধুরী) ফেরত চাওয়া হবে। রোববার (৯ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সফর করছেন। স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) দুপুর নাগাদ ওয়াশিংটনে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হবে।

বৈঠকের বিষয়ে রোববার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমেরিকার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। আমেরিকা আমাদের সবচেয়ে বন্ধু দেশ, সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ, বড় ব্যবসা-বাণিজ্য রয়েছে তাদের সঙ্গে। এগুলো আগামী ৫০ বছরে আরও শক্তিশালী কীভাবে করতে পারি, তা নিয়ে আলোচনা করা হবে।

এক প্রশ্নের উত্তরে মোমেন বলেন, বৈঠকে বঙ্গবন্ধুর খুনিকে ফেরতের বিষয়টি তুলে ধরা হবে। আমেরিকার মতো একটি দেশ, এ দেশ আইনের দেশ, এদেশে কেন খুনিকে আশ্রয় দেওয়া হবে? এই খুনি মিথ্যা তথ্য দিয়ে এখানে দিব্যি আরামে আছে। অবশ্যই আমরা বিষয়টি আবারও তুলে ধরব।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩ 
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।