ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
গাজীপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাজীপুর: গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি মো. রাসেলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (৯ এপ্রিল) রাতে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন কলেরবাজার মেঘডুবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাসেল নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শ্রেণি বাসদী এলাকার আবুল খায়েরের ছেলে।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-ডিবি মিডিয়া) আসাদুজ্জামান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করছেন।

তিনি জানান, ২০০৮ সালে টঙ্গী থানায় অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার হন রাসেল। এক পর্যায়ে তিনি আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পান। এরপর থেকে তিনি পালিয়ে ছিলেন। পরে আদালত ওই মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। রোববার (৯ এপ্রিল) রাতে পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।