ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে প্রতিবন্ধী নারীকে হত্যা

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
সাভারে প্রতিবন্ধী নারীকে হত্যা

সাভার (ঢাকা): সাভারের বিরুলিয়ায় নিজ বাড়িতে হনুফা বেগম (৪৫) নামে এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলেছে ধারণা করছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়ার বাগ্নিবাড়ি ফকির পাড়া এলাকায় হনুফা বেগমের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হনুফা বেগম ও তার স্বামী হারুন অর রশিদ তুষার একসঙ্গে বসবাস করতেন। হনুফা শারীরিক সমস্যা ছিল। তার স্বামী ফ্রিলেন্সিং এর কাজ করতেন।  

নিহতের স্বামী জানায়, তিনি রাতে মসজিদে তারাবি নামাজ পড়তে যান। বাড়ি ফিরে বিছানার ওপর স্ত্রী হনুফার মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ দিদার হোসাইন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসএফ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।