ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ভূমি মালিকদের দোরগোড়ায় গিয়ে ক্ষতিপূরণের চেক দিলেন ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫২, এপ্রিল ১৩, ২০২৩
ভূমি মালিকদের দোরগোড়ায় গিয়ে ক্ষতিপূরণের চেক দিলেন ডিসি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জনগণের দোরগোড়ায় গিয়ে ভূমি মালিকদের ক্ষতিপূরণের চেক দিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।  

বুধবার (১২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ভূমি অধিগ্রহণের চেক তুলে দেন তিনি।

 

এদিন জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সোহাগ ফকির, মো. মনিরুল ইসলাম, রেজোয়ান মোল্লা, মান্না মোল্লা ও হেদায়েত শেখের হাতে প্রায় ৫ কোটি টাকার চেক তুলে দেন।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড গোপালগঞ্জ প্লান্টের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. নাজমুন নাহার, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের গোপালগঞ্জ প্লান্টের ডিজিএম শফিকুল বারীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।