ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় শুক্রবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মো. রাসেল মিয়া (২৫) নামের ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

 

রিপোর্ট লেখার সময় থেকে শনিবার (১৫ এপ্রিল) দুপুর পর্যন্ত এ ঘটনায় জড়িতদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম অভিযোগ দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে পুলিশের জোরদার অভিযান চলছে।

জানা গেছে, রাসেল মিয়া পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার মাগারদিয়া গ্রামের মুন্নু মিয়ার সন্তান। পেশায় তিনি একজন পেঁয়াজ ব্যবসায়ী।

লিখিত অভিযোগে রাসেল মিয়া বলেন, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে ভাঙ্গা বাজারের জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে ৯ লাখ ৭৯ হাজার টাকা তুলে একটি অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন তিনি। তার কাছে আগে থেকে আরও কিছু টাকা ছিল। সবমিলিয়ে ১০ লাখ টাকারও বেশি টাকা ছিল তার কাছে। অটোরিকশা ভাঙ্গা পৌরসদরের খাড়াকান্দি গ্রামে এলে একটি প্রাইভেটকার থেকে নেমে অপরিচিত চার ব্যক্তি দেশীয় অস্ত্র দেখিয়ে তার গতিরোধ করে। এরপর নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাতে হ্যান্ডকাফ পরিয়ে প্রাইভেটকারে তুলে নেয়।

রাসেল মিয়া অভিযোগে জানান, প্রাইভেটকারে নিয়ে তাকে মারধর করা হয় এবং তার চোখ বেঁধে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এর কিছুক্ষণ পর গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার রাগদি ইউনিয়ন পরিষদের সামনে চোখমুখ বাঁধা অবস্থায় সড়কে তাকে ফেলে রেখে পালিয়ে যায় ওই চার ব্যক্তি।

ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ এ ব্যাপারে সচেষ্ট রয়েছে। দ্রুতই অভিযুক্তদের আটক করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।