ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নিউ সুপার মার্কেটে আগুন  

ছাদ ফুটো করে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
ছাদ ফুটো করে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

ঢাকা: রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। চারিদিক থেকে পানি ছিটানোর পাশাপাশি মার্কেটের ছাদ ফুটো করে সেখান দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে বিষয়টি জানান মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার।

তিনি বলেন, নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি চারিদিক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর পাশাপাশি সেই ভবনের ছাদে ফায়ার সার্ভিসের নিজস্ব অত্যাধুনিক মেশিন দিয়ে ছাদ ফুটটো করা হয়। এরপর সেই ছিদ্র দিয়ে পানি ছিটিয়ে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে পানি সংকটে পড়েছিল ফায়ার সার্ভিদের কর্মীরা। তো হাতিরঝিল থেকে হেলিকপ্টারে করে পানি নিতে হয়েছিল।

তবে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজে লেগেছে ঢাকা কলেজের পুকুর। প্রায় ১৮টি পাম্প দিয়ে সেই পুকুর থেকে পানি সংগ্রহ করে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (১৫ এপ্রিল) ভোর থেকে ঢাকা কলেজের পুকুর থেকে পাইপ দিয়ে পানি সংগ্রহ করতে দেখা যায় ফায়ার সার্ভিসের কর্মীদের।  

শুরুতে ১২টি পাম্প দিয়ে কলেজের পুকুর থেকে পানি সংগ্রহ করলেও এক পর্যয়ে ১৮টি পাম্প লাগানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিকেলে ধীরে ধীরে সেই সংখ্যা কমানো হয়।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।