ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপপুরে ৫৪ কৃষককে ক্ষতিপূরণের দেড় কোটি টাকা বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
রূপপুরে ৫৪ কৃষককে ক্ষতিপূরণের দেড় কোটি টাকা বিতরণ

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় অস্থায়ীভাবে চাষাবাদকারী ৫৪ কৃষককে ক্ষতিপূরণের দেড় কোটি টাকা বিতরণ করা হয়েছে।  

রোববার (১৬ এপ্রিল) দুপুর তিনটায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল কায়েস (ইউএনও) দীর্ঘদিন অপেক্ষায় থাকা রূপপুরের ৫৪ জন কৃষকের মাঝে এসব টাকার চেক বিতরণ করেন।

 

ঈশ্বরদী উপজেলার ইউএনও পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) টিএম রাহসিন কবির, পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেলসহ রূপপুরের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা।

অনুদানের চেক বিতরণের শুরুতে ঈশ্বরদীর ইউএনও পিএম ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, উচ্চ আদালতে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পাবনা জেলা প্রশাসকের আদেশে এসব ক্ষতিপূরণের টাকা কৃষকদের দেওয়া হয়।

তিনি আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জমি অধিগ্রহণের কারণে এখানকার জমিতে চাষাবাদকারী কৃষকের ক্ষতিগ্রস্ত হন। পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত ৭৭৫ জন কৃষকের তালিকা করেন। গতকাল রোববার পর্যন্ত তালিকা অনুযায়ী মোট ৫৫৯ জনকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের মানবিকতায় এসব টাকা কৃষকদের দেওয়া হয়েছে।   

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের মাঝে ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে ২০১৭ সালের ২০ নভেম্বর ২৭ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৯৯০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই বছরের ১৭ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা ইউএনওকে ওই টাকা পাঠানো হয় বিতরণের জন্য। এরপর কয়েক দফায় ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল উপজেলার ৫৪ জন কৃষকের মাঝে প্রায় দেড় কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।