ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সেখানে পাঠানো হয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে।

কীভাবে আগুনের সূত্রপাত, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এসজেডএ/এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।