ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নওগাঁয় আশ্রয়ণ প্রকল্পে এমপি জনের ঈদ উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
নওগাঁয় আশ্রয়ণ প্রকল্পে এমপি জনের ঈদ উপহার

নওগাঁ: নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এর নিজ উদ্যোগে উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের নারচি গ্রামে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে এমপি নিজাম উদ্দিন জলিল জন উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, তেল, চিনি, লবণ, লাচ্ছা সেমাই, মশুর ডাল, ছোলা ও দুধ।  

এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হক কমলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।