ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে গাড়ির ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে গাড়ির ধীরগতি

সিরাজগঞ্জ: অতিরিক্ত গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মাঝে মধ্যে ধীরগতি সৃষ্টি হলেও যানজট নেই। ফলে তৃতীয় দিনেও দুর্ভোগমুক্ত উত্তরাঞ্চলের মানুষের ঈদযাত্রা।

 

শুক্রবার (২১ এপ্রিল) সকালে সেতুর পূর্ব পাড়ে যানজট সৃষ্টি হয়। যানজটে আটকে পড়া গাড়িগুলো ছেড়ে দেওয়ার পর সেতুর পশ্চিম পাড়ে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এ কারণে যান চলাচলের গতি কিছুটা কম হলেও কোনো স্থায়ী যানজট সৃষ্টি হয়নি।

সরেজমিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কডডার মোড় ও মুলিবাড়ী এলাকায় গিয়ে দেখা যায় ঈদে ঘরমুখো মানুষবাহী যানবাহনের ব্যাপক চাপ। বাস, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে হাজার হাজার মানুষ ঘরে ফিরছে।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, সকাল বেলা সেতুর পূর্ব পাড়ে যানজটের প্রভাবে পশ্চিম পাড়ে গাড়ির চাপ সৃষ্টি হয়। তবে কোথাও যানজট নেই। কড্ডার মোড় এলাকায় কিছুটা ধীরগতি মূলত পথচারী পারাপারের কারণে।  

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. সালেকুজ্জামান বলেন, ঈদযাত্রার শেষ সময়ে অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। এ কারণে মাঝে মধ্যে ধীরগতি থাকবেই। তবে গাড়ি কোথাও থেমে নেই।

হাইওয়ে পুলিশ (বগুড়া অঞ্চল) পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের নানামুখী পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার থেকে ঈদযাত্রা শুরু হলেও এখন পর্যন্ত কোথাও কোনো যানজট, দুর্ঘটনা বা দুর্যোগের সৃষ্টি হয়নি। আশা করছি পুরো ঈদযাত্রা স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্ট, এপ্রিল ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।