ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

ভিন্ন রূপে নারায়ণগঞ্জ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, এপ্রিল ২৩, ২০২৩
ভিন্ন রূপে নারায়ণগঞ্জ!

নারায়ণগঞ্জ: যানজট নারায়ণগঞ্জ শহরের এক চিরচেনা রূপ। এই যানজটে নাকাল হয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে বিষোদগার করে শহরবাসী।

তবে ঈদকে কেন্দ্র করে ভিন্ন এক নারায়ণগঞ্জ দেখছেন জেলাবাসী।

রোববার (২৩ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন শহরের যানজটে নাজুক অবস্থায় থাকা শহরের চাষাঢ়া মোড়, পঞ্চবটি মোড়, দুই নম্বর রেলগেট এলাকা, কালিরবাজার, শিবু মার্কেট মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে এমন ভিন্ন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে একেবারেই ফাঁকা শহরের এসব সড়কগুলো। এ চিত্র জেলাবাসীর একেবারেই অচেনা চিত্র। স্বাভাবিক দিনগুলোকে এ চিত্র বিরল তবে ঈদে মানুষ গ্রামে ঈদ করতে চলে যাওয়ায় এমন চিত্র দেখা গেছে।

শহরের চাষাঢ়ার বাসিন্দা আলী হোসেন জানান, এ রকম চিত্র ঈদ ছাড়া দেখা পাওয়া যায়না। এটি আসলে একটা শিল্প নগরী, এখানে দেশের সব জেলা ও দেশের বাইরে থেকেও মানুষ জীবিকার প্রয়োজনে থাকেন কাজ করেন। সেই মানুষগুলো ঈদের এই ছুটির সময়ে গ্রামের বাড়িতে নাড়ির টানে ছুটে গিয়ে পরিবার স্বজনদের সাথে ঈদ করেন। আর এই সুযোগে এমন ফাঁকা চিত্র দেখতে পায় নগরবাসী।

এদিকে কর্মস্থল শুরু হওয়ায় দুই/একদিনের মধ্যে শহরে আগের চিত্র ফিরে আসবে বলে মনে করছেন করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।