ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈদের দ্বিতীয় দিনে রানা প্লাজার সামনে শ্রমিকদের অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
ঈদের দ্বিতীয় দিনে রানা প্লাজার সামনে শ্রমিকদের অনশন

সাভার, (ঢাকা): ঈদের দিন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনের পর ঈদের দ্বিতীয় দিনে রান্না প্লাজার সামনে অনশন করেছেন আহত হওয়া শ্রমিকরা।

রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে সাভারের রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে বসে অনশন করছেন কয়েকজন আহত শ্রমিক।

তারা হচ্ছেন- নিলুফা ইয়াসমিন, শিলা বেগম, মাহমুদুর হাসান হৃদয়, এমদাদুল ইসলাম, নিলুফা বেগম, মাসুদা, বুলবুলী ও মো. আলাউদ্দিন।  

তাদের দাবি হলো, রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ ও পুর্নবাসন ব্যবস্থা করা; রানা প্লাজা ঘটনার জন্য দায়ী সবার বিচারের ব্যবস্থা করা; দেশের শ্রম আইন সংস্কার করে শ্রমিকবান্ধব আইন গড়ে তোলা; দেশের সব শিল্পখাতে আহত শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও সরকারি ভাতার ব্যবস্থা করা।

অনশন থেকে রানা প্লাজার আহত শ্রমিক এমদাদুল ইসলাম বলেন, গতাকালও ঢাকায় অনশনের আমাদের শ্রমিকরা ছিল। আজকেও রানা প্লাজার সামনে আমরা আমরন অনশন করছি। আমরা ঈদ করতে যেতে পারিনি গ্রামে। বাবা-মায়ের সাথে ঈদ করবো, গাড়ি ভাড়া দিয়ে গ্রামে যাবো, সেমাই কিনবো৷ কিন্তু সেই পরিস্থিতিও আমাদের নেই। রানা প্লাজা আজকে আমাদের শ্রমিকদের এই পরিস্থিতিতে নিয়ে এসেছে। আজ যদি আমরা সুস্থ থাকতাম তাহলে চাকরি করতাম, পরিবারের সাথে ঈদ করতাম৷ আজ আমি মানসিক রোগীর মতো হয়ে গেছি। তাই চার দফা দাবি নিয়ে আমরা আজ এই অনশন করছি।  

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ।

বাংলাদেশ সময়: ১৬৩২  ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।