ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনে কসাইগিরি, রাতে মাদক কারবারি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
দিনে কসাইগিরি, রাতে মাদক কারবারি  ইয়াবাসহ আটক মো. রুস্তুম কসাই

ঢাকা: রাজধানীর মিরপুরে ইয়াবা বিক্রির অভিযোগে মো. রুস্তম কসাই (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দিনের বেলায় তিনি মাংস বিক্রি, রাতে ইয়াবার কারবার করেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, রাতে মিরপুর টেকনিক্যাল মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ইয়াবা জব্দ করে পুলিশ। আটক রুস্তম মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের মো. জানে আলম ওরফে কালুর ছেলে। রুস্তম কসাই মিরপুরের চিহ্নিত মাদক কারবারি।  

তিনি আরও জানান, আটক রুস্তম ইয়াবা বিক্রি করেন ছদ্মবেশে। মাদক ব্যবসা আড়াল করার জন্য দিনের বেলায় মাংস বিক্রি করে থাকেন। রায়ের বাজার এলাকায় তিনি কসাই হিসেবে মাংস বিক্রি করেন। দিনের বেলা এ কাজেই তিনি ব্যস্ত থাকেন। আর রাত হতেই বেরিয়ে পড়েন ইয়াবা বিক্রির জন্য। আজও ইয়াবা বিক্রির উদ্দেশে ট্যাকনিক্যাল মোড় এলাকায় যান। পরে পুলিশ গোপন সংবাদে সেখান থেকে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় এক হাজার ইয়াবা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।