ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁর চকিলাম সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ একজন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
নওগাঁর চকিলাম সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ একজন গ্রেপ্তার

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার ভারত সীমান্তর্বী চকিলাম গ্রাম থেকে ৬টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  যার বাজার মূল্য ৫৩ লাখ ১৩ হাজার ২৩১ টাকা।

 

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. কিবরিয়া (৪০)। তিনি জেলার ধামইরহাট উপজেলার চকশবদল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।  

বিজিবি সূত্রে জানা গেছে, ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবি সদস্যরা চকিলাম সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে তাড়া করে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন আনুমানিক ৬০০ গ্রাম।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা হয়েছে। মামলার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে। আদালতের নির্দেশে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।