ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এক বোয়ালের দাম সাড়ে ৪৫ হাজার

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এক বোয়ালের দাম সাড়ে ৪৫ হাজার

রাজবাড়ী: রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে ১৯ কেজি ওজনের বিশাল আকারের এক বোয়াল বিক্রি হয়েছে ৪৫ হাজার ৬০০ টাকা।

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া ঘাটে মৎস আড়তে প্রকাশ্য নিলামে মাছটি ক্রয় করেন ৫ নম্বর ফেরী ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বাংলানিউজকে জানান, শনিবার ভোরে দৌলতদিয়া ঘাটে রওশনের আড়তে প্রকাশ্য নিলামে ১৯ কেজি ওজনের বিশাল আকারের বোয়াল মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৬০০ টাকায় ক্রয় করেছি। মাছটি এখন দড়ি দিয়ে নদীতে বেধে রাখা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সঙ্গে আলোচনা চলছে। দরদাম ঠিক হলে মাছটি বিক্রি করবো।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।