ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি স্বর্ণসহ অলি আহাদ (৪৬) নামে একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক অলি আহাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সোহাগপুর গ্রামের বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তিনি জানান, শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টা ১০ মিনিটে ওই স্বর্ণপাচারকারীকে আটক করা হয়।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অলি আহাদকে আমরা দীর্ঘ সময় নজরদারিতে রাখি। এক সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আমরা তল্লাশি শুরু করি। এক পর্যায়ে তিনি স্বীকার করেন তার কাছে স্বর্ণের বার আছে। পরে তাকে বিমানবন্দরের ২ নং আগমনী কারপার্কিং এলাকা থেকে আটক করা নিয়ে আসা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এরপর ওই ব্যক্তির কাছে ৬ পিস গোল্ড বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম করে মোট ৬৯৬ গ্রাম এবং ৩৪০ গ্রাম স্বর্ণালংকার। সবমিলিয়ে তার কাছ থেকে মোট ১০৩৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়৷
এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এমকে/এসএএইচ