ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
নন্দীগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু ফাইল ছবি

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে লোকমান আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামে এ ঘটনা ঘটে।

 নিহত লোকমান ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

জানা গেছে, বিকেলে মাঠে ঘাস কাটতে যান লোকমান। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।