ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দুই বাসের মু‌খোমু‌খি সংঘর্ষে আহত ২১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
বরিশালে দুই বাসের মু‌খোমু‌খি সংঘর্ষে আহত ২১

বরিশাল: ঢাকা-পটুয়াখালী মহাসড়কের ব‌রিশালের বাকেরগঞ্জে দুই বাসের মুখোমু‌খি সংঘর্ষে ২১ যাত্রী আহত হয়েছে। তবে কোনো নিহতের খবর জানানেই বলে জা‌নিয়েছেন বাকেরগঞ্জ থানা পুলিশ।

শ‌নিবার (২৯ এ‌প্রিল) সন্ধ‌্যা ৬টার দি‌কে বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর স্বমিল ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বেপারী পরিবহনের এক‌টি বাস পটুয়াখালীর দিকে যা‌চ্ছিল। অপর‌দিকে, পটুয়াখালী থেকে কায়েদ সুপার-২ নামে এক‌টি বাস ব‌রিশালের দিকে যা‌চ্ছিলে। পথেমধ্যে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার কারণে সড়‌কের দুই পাশে শতাধিক গাড়ি ঘণ্টাখানেক আটকা পরে।

বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এস এম মাকসুদুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতের কোনো তথ‌্য পাওয়া যায়‌নি, আর আহতদের হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।  এছাড়া তাৎক্ষণিক উদ্ধার অ‌ভিযান চা‌লিয়ে আধাঘণ্টার মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বাংলাদেশ সময়: ২৪১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এমএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।