ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআই আহত

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মে ১, ২০২৩
কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআই আহত

কক্সবাজার: কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সোহেল রানা নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।  

এসময় মেজবাউল হক মুন্না (২৩) নামে ওই ছিনতাইকারীকে একটি ছুরিসহ আটক করা হয়েছে।

 

রোববার (৩০ এপ্রিল) রাত ১২টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার হোটেল জিয়া গেস্ট ইন এর সামনে এ ঘটনা ঘটে। আহত সোহেল রানা কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মেজবাউল হক মুন্না কক্সবাজার শহরের ফুলবাগ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে।  

ওসি রফিকুল ইসলাম বলেন, রোববার সকালে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার খুরুশকূল রাস্তার মাথায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি অবহিত হওয়ার পর জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একটি দল বিশেষ অভিযান শুরু করে। এতে পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন।

রোববার মধ্যরাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন এর সামনে সন্দেহজনক তিন/চারজন যুবককে ঘুরাঘুরি করতে দেখে অভিযানকারী পুলিশের দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে পুলিশ। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে আটক যুবক পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করে।  

ওসি বলেন, আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআইয়ের পেট ও হাতে গুরুতর জখম হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মে ০১, ২০২৩
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।