ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৪১০ লিটার চোলাই মদসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মে ১, ২০২৩
৪১০ লিটার চোলাই মদসহ কারবারি আটক

নওগাঁ: জেলার ধামইরহাটে শ্রী চঞ্চল সিংহ (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় ৪১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

রোববার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার কামারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই মাদক কারবারি উপজেলার মোকন্দপুর (কামারপাড়া) গ্ৰামের মৃত রবিন সিংহ এর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃতে শনিবার রাত ১০টার দিকে উপজেলার কামারপাড়া এলাকা অভিযান চালিয়ে থেকে তাকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে চোলাই মদ সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও কারবারিদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।