ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দক্ষিণ কেরাণীগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ১, ২০২৩
দক্ষিণ কেরাণীগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ আটক ২

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। তারা হলেন- মো. তরিকুল শেখ (২২) ও মো. জোয়ান শরীফ (১৯)।

অভিযানে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা, ৪টি মোবাইল ও নগদ ৩ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।

সোমবার (১ মে) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার (৩০ এপ্রিল) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘাপুর এলাকায় একটি অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মে ১, ২০২৩
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।