ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ১, ২০২৩
রংপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

রংপুর: রংপুর নগরীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে ফাইয়ুম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১ মে) দুপুরে নগরীর সাতমাথা এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত ফাইয়ুম নগরীর স্টেশন রোড এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভাগনে আল-আমিনকে সঙ্গে নিয়ে বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে যান ফাইয়ুম। মাছ ধরার একপর্যায়ে পা পিছলে পুকুরে পড়ে যান তিনি। কিন্তু সাঁতার না জানায় ডুবে যান ফাইয়ুম। এ সময় পুকুরপাড়ে থাকা আল-আমিন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে জাতীয় জরুরি সেবায় ফোন দেয়। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুর থেকে ফাইয়ুমের মরদেহ উদ্ধার করে।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে ফাইয়ুমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ০১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।