ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে প্রাণ গেল ৩ জনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মে ১, ২০২৩
সড়কে প্রাণ গেল ৩ জনের

যশোর: যশোরের কেশবপুর উপজেলার বুজতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

সোমবার (০১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় বাংলানিউজকে বলেন, সন্ধ্যার পর একটি মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা মরদেহগুলো উদ্ধার করেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ০১, ২০২৩
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।