ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

যমুনার পাড়ে স্থাপন করা হলো ভাস্কর্য ‘মুক্তির সংগ্রাম’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ১, ২০২৩
যমুনার পাড়ে স্থাপন করা হলো ভাস্কর্য ‘মুক্তির সংগ্রাম’

সিরাজগঞ্জ: মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে স্থাপন করা হয়েছে ভাস্কর্য ‘মুক্তির সংগ্রাম’।

সোমবার (১ মে) বিকেল ৫টায় যমুনা নদীর তীরে হার্ড পয়েন্ট এলাকায় এ ভাস্কর্যটির উদ্বোধন করেন দেশের বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবাল।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান, সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রমুখ।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, যমুনা নদীর তীরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে পাউবোর অর্থায়নে ৬৬ লাখ টাকা ব্যয়ে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ০১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।