ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, মে ২, ২০২৩
যাত্রাবাড়ীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক প্রতীকী ছবি

ঢাকা: গাজীপুর থেকে অপহরণ করে যাত্রাবাড়ীর ছনটেকে আটকে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতনকারী চক্রের আট সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।  

অভিযানে অপহরণের শিকার একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে৷ তবে আটক অপহরণকারী চক্রের সদস্যদের নাম-পরিচয় জানা যায় নি।

 

সোমবার (০১ মে) রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।  

তিনি জানান, এ বিষয়ে মঙ্গলবার (০২ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, মে ০২, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।