ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে জহিরুল হত্যার ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মে ৪, ২০২৩
লাখাইয়ে জহিরুল হত্যার ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় জহিরুল হত্যা মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৩ মে) রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চত করেছেন।

এর আগে পুলিশের একটি দল ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও মোড়াকরি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিরাই মিয়া, তার ভাই মোতালিব আব্দুল্লাহ ও ভাতিজা নাজমুল মিয়া।

পুলিশ জানায়, ইউপি সদস্য হিরা মিয়ার সঙ্গে সাবেক সদস্য মুজিবুর রহমানের পূর্ব বিরোধ ছিল। গত ২৬ এপ্রিল দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে মুজিবুর রহমান পক্ষের জহিরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।