ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রায় হাজারো মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মে ৫, ২০২৩
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রায় হাজারো মানুষ

খাগড়াছড়ি: শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শুক্রবার (০৫ মে) সকালে জেলা সদরের পানখাইয়াপাড়া বটতলা থেকে শোভাযাত্রা বের হয়ে শহর পদক্ষিণ করে দশবল বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।

এতে হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা অংশ নেন।

এরআগে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় আরও বক্তব্য রাখেন- সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক, উদযাপন কমিটির আহ্বায়ক সন্তোষিত চাকমা বকুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।

এদিনে ত্রি-স্মৃতি বিজড়িত মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।