ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাকরির পরীক্ষা দেওয়া হলো না যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ৮, ২০২৩
চাকরির পরীক্ষা দেওয়া হলো না যুবকের

নীলফামারী: চাকরির পরীক্ষা দেওয়া হলো না যুবকের। সড়ক দুর্ঘটনায় পথেই নিথর হলো দেহ।

মর্মস্পর্শী এ সড়ক দুর্ঘটনা ঘটেছে নীলফামারীর জলঢাকায়।

নিহত যুবকের নাম দুর্লভ রায় (২২)।

সোমবার (৮ মে) ভোরে উপজেলার টেঙ্গনমারী খোকার বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্লভ রায় জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা বারুইপাড়া এলাকার দিপক চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, একটি বেসরকারি কোম্পানির চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ভোর ৫টার দিকে মোটরসাইকেলযোগে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন দুর্লভ। তিনি খোকার বাজার এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জের বড়ভিটা হয়ে টেঙ্গনমারীর উদ্দেশে যাওয়া হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে  মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান দুর্লভ।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুর্লভ রায় নিহত হন। তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।