ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেরপুরে অটোচালাক হত্যার ঘটনায় আটক ৫

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ৮, ২০২৩
শেরপুরে অটোচালাক হত্যার ঘটনায় আটক ৫

শেরপুর: শেরপুর জেলা সদরের খুনুয়া মধ্যপাড়ার অটোচালাক উজ্জ্বল হোসেন (২৮) হত্যার ঘটনায় ৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪।  

উজ্জ্বল হোসেন সদর উপজেলার খুনুয়া মধ্যপাড়ার হলু মিয়ার ছেলে।

সোমবার (০৮ মে) দুপুরে শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মুহিবুল ইসলাম খান।

তিনি জানান, গত ২৯ এপ্রিল শেরপুর সদরের ভীমগঞ্জে একটি ধান ক্ষেত থেকে উজ্জ্বল হোসেন (৪২) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা করা হয়। এরপর র‍্যাব প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শামীম মিয়াকে রোববার (৭ মে) দুপুরে ঢাকার ধামরাই থেকে আটক করে।  

শামীম শেরপুর সদরের রঘুনাথপুরের সুরুজ মিয়ার ছেলে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর ও জামালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবুল হোসেন, রুবেল, সুলতান ও মঞ্জুরুল হককে আটক করে। এসময় ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ এর কোম্পানি কমন্ডার, আশিক উজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।