ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘জীববৈচিত্র্য রক্ষা করে এলপিসি ইউনিটকে লাভবান করা হবে’

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মে ৮, ২০২৩
‘জীববৈচিত্র্য রক্ষা করে এলপিসি ইউনিটকে লাভবান করা হবে’

রাঙামাটি: বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব মো. শহিদুল ইসলাম বলেন, জীববৈচিত্র্যকে রক্ষা করে ভূমির যথাযথ ব্যবহার করে কাপ্তাই এলপিসি ইউনিটকে আরও লাভজনক করা যায় সেই বিষয়ে সরকার পরিকল্পনা নিয়েছে।  

সোমবার (০৮) দুপুরে বিএফআইডিসির অধীনে পরিচালিত কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ও করাতকল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোনো পরিত্যক্ত জমি পড়ে থাকবে না। তাই সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ এলাকায় শিল্প কারখানা গড়ার পাশাপাশি ইকো ট্যুরিজমের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। যাতে এই এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটে।

এসময় বিএফআইডিসির উৎপাদন ও বাণিজ্য শাখার পরিচালক যুগ্ম সচিব নেছার আহমদ এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক যুগ্ম সচিব এনায়েত উল্লাহ খান ইউছুফজী, কাপ্তাই এলপিসির সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়সহ এলপিসি শাখার কর্মকর্তা, কর্মচারি ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।