সিলেট: সিলেটে রাতভর অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র চার সদস্যকে আটক করেছে র্যাব।
সোমবার (৮ মে) দিবাগত রাতে সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন বড়শলা এলাকা থেকে র্যাব-৯ তাদের আটক করে।
র্যাব-৯ সিলেটের গণমাধ্যম শাখা জানায়, আটক চারজনের মধ্যে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মায়মূনও রয়েছে। তারা সবাই পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতভর বড়শলায় অভিযান চালিয়ে জঙ্গিদের চার জনের একটি দলকে আটক করা হয়।
এ বিষয়ে র্যাব সিলেটের সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এনইউ/এমএইচএস