ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমিকদের মজুরি যাতে সঠিকভাবে পৌঁছায় তার তদারকি বাড়াতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মে ১১, ২০২৩
শ্রমিকদের মজুরি যাতে সঠিকভাবে পৌঁছায় তার তদারকি বাড়াতে হবে

ঢাকা: প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমিকদের মজুরি সঠিকভাবে তাদের কাছে যাতে পৌঁছায় তার তদারকি বাড়াতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (১১ মে) জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি ও কানিজ সুলতানা।

বৈঠকে আসন্ন কালবৈশাখী ও ঝড় মৌসুমে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কার্যক্রম গ্রহণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা, ভবন ধস ও সাম্প্রতিক দুর্ঘটনা রোধে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বৈঠকে প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমিকদের প্রাপ্য মজুরি যাতে সঠিকভাবে তাদের কাছে পৌঁছায় সেজন্য তদারকি বাড়াতে কমিটি সুপারিশ করে।

এ বৈঠকে অগ্নিকাণ্ডের বিভিন্ন কারণ সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে রেডিও, টেলিভিশনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা বাড়ানো ও দুর্ঘটনা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মে ১১, ২০২৩
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।