ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওমানের সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মে ১১, ২০২৩
ওমানের সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের, আহত ১ নিহত আবদুল আহাদ (বাঁয়ে) ও আহত সিদ্দিক। ছবি- সংগৃহীত

লক্ষ্মীপুর: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় আবদুল আহাদ (৩৭) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।  
এ সময় গুরুতর আহত হন মো. ছিদ্দিক (৩২) নামে আরও একজন।

তাকে দেশটির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত আবদুল আহাদের বাবার নাম আবদুর রশিদ এবং আহত মো. ছিদ্দিকের বাবার নাম আবু তাহের। তাদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামে। উভয়ে সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের মাঝে শোক নেমে এসেছে।

নিহত আবদুল আহাদের মামা ও আহত ছিদ্দিকের চাচা ইব্রাহিম খলিল চর ফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১১ মে) দুপুরের দিকে মোবাইলে ওমান থেকে আমরা দুর্ঘটনার বিষয়টি জানতে পারি।  

তিনি বলেন, আবদুল আহাদ এবং ছিদ্দিক একই সঙ্গে কাজ করতো এবং একই জায়গায় থাকতো। বৃহস্পতিবার (১১ মে) সকালে একটি সাইকেলে করে তারা দুজন পাশের একটি মার্কেটে রং আনতে যায়। পথিমধ্যে একটি ট্রাফিক সিগন্যালে তারা দাঁড়িয়ে ছিল। এসময় অন্যদিক থেকে আসা একটি গাড়ি তাদের দুইজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার ভাগিনা আবদুল আহাদের মৃত্যু হয় এবং ভাতিজা ছিদ্দিক গুরুতর আহত হয়।  

তিনি জানান, আবদুল আহাদ প্রায় ১৪ বছর ধরে ওমানে রংয়ের কাজ করতেন। প্রায় দেড় বছর আগে তিনি দেশে এসে ছুটি কাটিয়ে আবার ওমান ফিরে যান। তার এক বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে। তার বাবা আবদুর রশিদ একজন কৃষক।  

অন্যদিকে ছিদ্দিক প্রায় ৬ বছর ধরে ওমানে রয়েছেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ১১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।