ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় সহোদর ভাইবোনসহ তিন শিশুর মরদেহ মিলল পুকুরে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মে ১২, ২০২৩
কলাপাড়ায় সহোদর ভাইবোনসহ তিন শিশুর মরদেহ মিলল পুকুরে 

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮) নামের এই তিন শিশু সম্পর্কে ভাইবোন।

 

শুক্রবার (১২ মে) দুপুরের দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান। আর মরিময় সোহেলের আপন ছোট ভাই রুবেলের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই তিন শিশু পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করতে যায়। এসকময় স্থানীয়রা ওই পুকুরে শারমিনের ভাসমান মরদেহ দেখতে পায়। পরে অপর দুই শিশুকে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকেই উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
 
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।